মোঃ শহিদুল ইসলাম সিকদার

প্যানেল চেয়ারম্যান-০১
017250
-
সুধী, আসসালামু আলাইকুম। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, স্মার্ট ইউনিয়ন গড়ার লক্ষ্যে আমি চট্টগ্রাম জেলাধীন বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নকে প্রথম স্মার্ট নাগরিক সেবা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ডাটাবেইজ ও সেবা প্রদান কার্যক্রম শরু করলাম। তারই ধারাবায়িকতায় বর্তমান সময় বাঁশখালী উপজেলার মধ্যে সর্বপ্রথম আমি মোঃ শহিদুল ইসলাম সিকদার (প্যানেল চেয়ারম্যান-০১) হিসাবে ডিজিটাল বাজেট উপস্থাপন করি। বর্তমানে আমি অত্র ইউনিয়নের সকল হোল্ডিং নাম্বার QR কোড যুক্ত স্মার্ট কার্ড সিস্টেম করেছি। যার ফলে অত্র এলাকার সকল জনগণসহ সারা দেশের মানুষ ৩নং খানখানাবাদ ইউনিয়ন পরিষদের সকল খানার খবর ঘরে বসে নিতে পারবে। আমাদের ইউনিয়নের সকল নাগরিক www.khankhanabadup.com এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সেবা যাচাই করতে পারবে।